নাটোরের সিংড়া উপজেলার ইটালী ইউনিয়নের প্রত্যন্ত বিষ্ণুপুর গ্রামে বিঞ্চপুর মডেল উচ্চ বিদ্যালয়ে কলাগাছ দিয়ে তৈরি শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কয়েকশ শিক্ষার্থীরা। তাদের সঙ্গে শ্রদ্ধা জানান প্রতিষ্ঠানটির শিক্ষকরাও।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) কলাগাছের তৈরি শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।
জানা যায়, বর্তমানে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত মোট প্রায় ৩০০ শিক্ষার্থী রয়েছে এই বিদ্যালয়ে। বিদ্যালয়টি ২০০৮ সালে পাঠদানের অনুমতি পায় এবং ২০১৫ সালে এমপিওভুক্ত হয়। তবে প্রতিষ্ঠানের কোনো শহীদ মিনার নেই। প্রায় ৪ বছর আগে বিদ্যালয়ের মাঠে একটি শহীদ মিনার নির্মাণের জন্য আবেদন করে কর্তৃপক্ষ। তবে এখনো এর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।
শহিদুল ইসলাম নামের এক অভিভাবক বলেন, ‘শহীদ মিনার না থাকায় কোমলমতি শিশুরা কলাগাছ দিয়ে শহীদ মিনার বানিয়ে শ্রদ্ধা নিবেদন করল। আমরা চাই দ্রুত বিদ্যালয় মাঠে স্থায়ী শহীদ মিনার নির্মাণ হোক।’
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান বলেন, ‘বিগত কয়েক বছর ধরে আমরা একটি শহীদ মিনার নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর ধন্যা দিয়েও ব্যর্থ হয়েছি।’
ইটালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম বলেন, ‘বিদ্যালয়টিতে একটি শহীদ মিনার না থাকাটা দুঃখজনক। শিশুরা আজ এভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের লজ্জায় ফেলে দিল।’
উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু জানান, প্রতিষ্ঠানটি এবার লিখিতভাবে আবেদন করলে সরকারি খরচে বিদ্যালয়টিতে শহীদ মিনার নির্মাণ করে দেওয়া হবে।
জানতে চাইলে জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ বার্তা২৪.কম-কে বলেন, ‘পূর্বে আবেদন করা থাকলে খুব দ্রুত এ বিষয়ে পদক্ষেপ নিতে শিক্ষা প্রকৌশল অধিদফতরের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টকে নির্দেশনা দেওয়া হবে।’