যশোরে অস্ত্র চোরাকারবারিদের স্বীকারোক্তি মোতাবেক কবর খুঁড়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র ও ৭২ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের গাজী বাড়ির পারিবারিক কবরস্থানে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, সদর উপজেলার সিরাজসিংহ গ্রামের আব্দুল হক গাজী (৭২) ও তার ছেলে আব্দুল হালিম গাজী (৪৫)।
যশোরের অতিরিক্ত পুলিশ সুপার গোলাম রব্বানী শেখ বার্তা২৪.কমকে জানান, চোরাকারবারিদের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে আব্দুল হক ও তার ছেলে হালিম গাজীকে আটক করা হয়। পরে, এই দুইজনের দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি মোতাবেক তাদের পারিবারিক কবরস্থানে মাটি খুঁড়ে একটি বিদেশি নাইন এমএম মডেলের পিস্তল, একটি বিদেশি সেভেন পয়েন্ট ৬৫ মডেলের পিস্তল, একটি ওয়ান শুটারগান ও দুইটি পাইপগানসহ ৭২ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, আটক বাবা-ছেলে দীর্ঘদিন ধরেই অস্ত্র চোরাকারবারির সাথে জড়িত। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।