বরগুনার তালতলীতে স্ত্রীকে পানিতে চুবিয়ে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার কাজিরখাল এলাকা থেকে আবুল কালাম (৪৫) নামের ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আবুল কালাম মঠবাড়িয়া থানার বড়সৌলা এলাকার মৃত আবদুল ছত্তারের ছেলে।
তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ২০১৫ সালে পিরোজপুর জেলার মঠবাবাড়িয়া থানার বড়শৌলা এলাকায় আবুল কালামের স্ত্রী জেসমিন বেগমকে যৌতুকের দাবিতে ও পারিবারিক কলহের জেরে পুকুরে পানিতে চুবিয়ে হত্যা করেন।
এ ঘটনার পরে জেসমিন বেগমের ভাই দুলাল হাওলাদার মঠবাড়িয়া থানায় আবুল কালামকে আসামি করে একটি হত্যা মামলা করেন।
পরে তৎকালীন মামলার তদন্ত কর্মকর্তা ২০১৫ সালে আবুল কালামকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দেন। মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ শেষে ২০১৯ সালের ৩০ অক্টোবর পিরোজপুর নারী ও শিশু আদালতের বিচারক মামলার প্রধান আসামি আবুল কালামকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন।
তিনি বলেন, আদালতের রায়ের পরে তালতলী উপজেলায় এসে পরিচয় গোপন করে বিয়ে করেন আবুল কালাম। এরপর থেকে কাজিরখাল এলাকায় বসবাস শুরু করেন তিনি। তার নামে মঠবাড়িয়া থানায় ডাকাতিসহ দুটি মামলা রয়েছে।
পরে গোপন সংবাদের ভিত্তিতে তালতলী থানার সহযোগিতায় মঠবাড়িয়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুবুর রহমান ও কনেস্টবল আবু জাফর সিভিল পোশাকে অভিযান চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে ওই এলাকা থেকে গ্রেফতার করে।