পটুয়াখালীর কলাপাড়া অংশে কুয়াকাটার ১৮ কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত রয়েছে। তবে সৈকতটি প্লাস্টিকের বোতল, বিভিন্ন পলিথিনের কারণে ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের নেতৃত্বে সৈকতের ময়লা-আবর্জনা অপসারণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আহমেদ আলী, সহকারী পুলিশ সুপার মো. ফেরদৌসী প্রমুখ।
পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান বলেন, ‘দেশি-বিদেশি পর্যটকরা আমাদের পর্যটন শিল্পের উন্নয়ন ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু সৈকতে ময়লা-আবর্জনার কারণে পর্যটকরা খারাপ ধারণা পোষণ করেন। তাই সমুদ্র সৈকত এলাকায় পর্যটকদের নিরাপত্তা বিধানের পাশাপাশি ওই স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন করার বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। আমরা ময়লা রাখার জন্য পর্যাপ্ত সংখ্যক ডাস্টবিন স্থাপন করেছি, যাতে সবাই ময়লা নির্দিষ্ট জায়গায় রাখতে পারেন।’
এ সময় জনসাধারণসহ পর্যটকদের উদ্দেশে তিনি বলেন, ‘সৈকত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পরিবেশ দূষণ থেকে বিরত থাকুন।’