লালমনিরহাটের কালীগঞ্জে পাথরবোঝাই একটি ট্রাকে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের তুষভান্ডার বাজারে এ ঘটনা ঘটে। এসময় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
স্থানীয় লোকজন জানান, বিকেল সাড়ে চারটার দিকে বুড়িমারী স্থলবন্দর থেকে একটি একটি পাথর বোঝাই ট্রাকে আগুন ধরে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রাক চালক ও হেলপার নেমে যাওয়ায় প্রাণহানির কোনও ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের হাবিলদার খোরশেদ আলম বার্তা২৪.কমকে বলেন, পাথরবোঝাই ট্রাকের চাকার ঘর্ষণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে প্রায় দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। তবে এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।