গাজীপুর এলাকা থেকে: গাজীপুরের কাশিমপুর থানাধীন জিরানী বাজারের মাজার রোড এলাকায় বাসচাপায় আলী হোসেন নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় সাভারের জিরানী মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। এ সময় ৪টি বাস ভাঙচুর করা হয়।
জানা গেছে, আনুমানিক ৫৫ বছর বয়সী ওই বৃদ্ধ মাজার রোড এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় মিরপুর থেকে কালিয়াকৈরগামী রাজধানী সুপার সার্ভিসের একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই বৃদ্ধ মারা যান।
এ ঘটনার পর শত শত মানুষ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ করে এবং রাজধানী সুপার সার্ভিসের ৪টি বাস ভাঙচুর করে।
নিহত আলী হোসেন আশুলিয়ার কন্ডা এলাকার মৃত তমিজউদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি গার্মেন্টসের কর্মী সুমন ও শামিম জানান, রাজধানী সুপার সার্ভিসের বাসটি বেপরোয়া গতিতে চলার কারণে ওই বৃদ্ধ মানুষটি চাপা পড়ে। দুর্ঘটনার আধাঘণ্টা পর পুলিশ মরদেহ সরিয়ে নেয়। পরে বিক্ষুব্ধ জনগণকে শান্ত করে। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
কাশিমপুর থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।