বান্দরবানে আ. লীগ নেতা খুন, প্রত্যক্ষদর্শীর মৃত্যু ‘হৃদরোগে’

বান্দরবান, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বান্দরবান | 2023-09-01 11:21:04

বান্দরবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হয়েছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত আরও পাঁচজন আহত হয়েছেন এবং এ ঘটনার প্রত্যক্ষদর্শী একজন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন।

শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বান্দরবন উপজেলার জামছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ স্থানিয় সূত্রে জানা যায়, ৭-৮ জন মুখোশ পরিহিতের একটি দল এসে অতর্কিতে গুলি ছোঁড়া শুরু করে।

ঘটনায় নিহত বাচনু মারমা (৫৫) রাজবিলা ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। অন্যদিকে গুলি ছোঁড়ার এ ঘটনায় আহতরা হলেন, সাবেক ইউপি সদস্য উচথোয়াই মারমা (৬০), মংক্যসিং মারমা (২৬), হ্লামংসিং মারমা (৩৫), আদাসে মারমা (৩২), ক্যমংপ্রু মারমা। বর্তমানে তাঁরা বান্দরবন সদর হাসপাতালে ভর্তি আছেন।

এদিকে চিকিৎসক জানিয়েছেন, এ ঘটনার প্রত্যক্ষদর্শী বাখইং মারমা (৬৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এ ঘটনা প্রসঙ্গে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করা হয়েছে এবং আহতদের সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সাথে সম্পৃক্ত সন্ত্রাসীদের ধরার জন্য অভিযান অব্যাহত আছে।

এ সম্পর্কিত আরও খবর