নারায়ণগঞ্জ শহরের দেওভোগ আখরা এলাকায় রাজউকের প্ল্যান অনুযায়ী ভবন নির্মাণ না করায় তা ভেঙে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভবনটি রাজউকের নিয়ম নীতি উপেক্ষা করে নির্মাণ করা হয়েছিলো বলে জানায় উচ্ছেদকারী কর্মকর্তারা।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজউক ৮ জোনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আখতারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই অভিযান চালায়।
নারায়ণগঞ্জ রাজউক জোন ৮ এর অথরাইজড অফিসার শেখ তোফিকুর রহমান বলেন, দেওভোগস্থ মরহুম আমিনুলের ছেলে শফিকুল গং রাজউকের নকশার নিয়ম অনুযায়ী ভবন নির্মাণ না করায় তা ভেঙে দেওয়া হয়েছে। ভবনটির নিচ তলায় পার্কিং করার কথা ছিল, তারা তা না করে দোকান নির্মাণ করেছে।
এছাড়া ভবনের কিছু অংশ সড়ক দখল করায় সেই অংশটুকুও ভেঙে দেয়া হয়েছে। এ ঘটনায় ভবন মালিকদের ৭ লাখ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে ভবনটির পাশে ইন্দ্রজিৎ নামের এক ব্যক্তির ভবনের গোডাউন নির্মাণের অনুমোদন না থাকায় তাকেও ৩ লাখ টাকা জরিমানা করা হয়।