গাইবান্ধায় ৯ কোটি ৬০ লাখ টাকার তিনটি বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে বাঁধগুলো নির্মাণ কাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি।
বাঁধগুলো হবে ঘাঘট নদীর বন্যা প্লাবন থেকে গাইবান্ধা শহর ও তৎসংলগ্ন এলাকা রক্ষা এবং ব্রহ্মপুত্র থেকে গাইবান্ধা জেলা রক্ষায় বাগুড়িয়া এলাকা পর্যন্ত।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার নির্বাহী প্রকৌশলী মো. মোখলেছুর রহমান, পৌর মেয়র অ্যাডভোকেট শাহ মাসুদ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারওয়ার কবীর, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফি জন্টু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব রাজিব প্রমুখ।
এসব প্রকল্পের মধ্যে ঘাঘট নদীর ডানতীরে ৫ হাজার ৭৩৫ মিটার, সদর উপজেলার দশানী এলাকায় বামতীরে ১ হাজার ৫০০ মিটার বাঁধ এবং বাগুড়িয়া এলাকায় ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ৫ হাজার ৩৩০ মিটার। এই তিনটি প্রকল্পের ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ কোটি ৬০ লাখ টাকা।