‘উদার, নৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হতে হবে’

জামালপুর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-29 21:08:19

উদার, নৈতিক ও অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত হয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের শুধু ভালো লেখাপড়া করলেই হবে না। ভবিষ্যতের সুনাগরিক হওয়ার জন্য মানবিক গুণসম্পন্ন মানুষ হতে হবে।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) জামালপুরের মেলান্দহের মালঞ্চে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত বশেফমুবিপ্রবিতে নতুন চালু হওয়া ফিশারিজ অনুষদের (ফিশারিজ কলেজ) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসব কথা বলেন তিনি। এ সময় এ অনুষদে ভর্তি হওয়া ২০৪ শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

উপাচার্য ড. সামসুদ্দিন বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষার পর বশেফমুবিপ্রবিতে ফিশারিজ অনুষদ যুক্ত হয়েছে। তোমরা এ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এদিনটি শিক্ষার্থী ও মেলান্দহবাসীর জন্য আনন্দের। তোমরা সবাই ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করবে বলে আশা করছি।’

‘তোমরা যেহেতু এ বিশ্ববিদ্যালয়ের প্রথম দিকের শিক্ষার্থী, তাই বশেফমুবিপ্রবির ঐতিহ্য ও সংস্কৃতি তোমরাই সৃষ্টি করবে। যা ভবিষ্যতে তোমাদের জুনিয়ররা অনুসরণ করবে। এমন কিছু তোমরা করবে, যা নিয়ে সবাই গর্ব করতে পারে।’
‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ডিজিটাল বাংলাদেশ এখন বাস্তবে রূপ নিয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে শিক্ষার্থীদের যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। এক্ষেত্রে শিক্ষার্থীদেরও কঠোর পরিশ্রম করতে হবে। ভবিষ্যতের জন্য দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে হবে,’ যোগ করেন উপাচার্য।

তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একাত্তরে বাংলাদেশের জন্ম হয়। অসাম্প্রদায়িক চেতনাই ছিল এর নেপথ্যে। যার সূত্রপাত ঘটেছিল ১৯৫২-এর ভাষা আন্দোলনের মাধ্যমে। ইতিহাস ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। তা না হলে জাতির অগ্রযাত্রা চরমভাবে ব্যাহত হয়। শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি যত্নশীল হতে হবে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ড. মুহাম্মদ আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আহসান বিন হাবিব।

 

এ সম্পর্কিত আরও খবর