মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ধানকোড়া ইউনিয়নের কৈট্টা খালপাড় এলাকায় মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তেই সেই আগুনে পুড়ে যায় দোকানসহ পার্শ্ববর্তী একটি বসত ঘর ও একটি গরুর খামার।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। খবর পেয়ে মানিকগঞ্জ ফায়ার স্টেশনের তিনটি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে আগুনে পুড়ে যায় মুদি দোকানের মালামাল, বসত ঘর ও গরুর খামার ঘরটি। তবে আগুনের হাত থেকে রক্ষা পায় খামারে থাকা চারটি গরু।
মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জান্নাতুন নাঈম বার্তা২৪.কম-কে জানান, কৈট্টা খালপাড় এলাকার কাজী আবুল খায়েরের দোকানে শট-সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। নিমিষেই সেই আগুন পার্শ্ববর্তী বসত ঘর ও গরুর খামারে ছড়িয়ে যায়। এতে করে কমপক্ষে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।