যশোর-৬ (কেশবপুর) আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভায় তাকে মনোনয়ন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
যশোর-৬ আসনের সংসদ সদস্য সাবেক প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। যশোর ৬ আসন ছাড়া একই সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে শাহাদাত হোসেন ও বগুড়া-১ আসনের উপনির্বাচনে একেএম আহসানুল তৈয়ব বিএনপির চূড়ান্ত প্রার্থী নাম ঘোষণা করা হয়।
উল্লেখ্য, একাদশ নির্বাচনেও আবুল হোসেন বিএনপির প্রার্থী ছিলেন। এবারের উপ-নির্বাচনে তিনি ছাড়াও বিএনপির মনোনয়ন চেয়ে ফরম সংগ্রহ করেন বিএনপির কেন্দ্রীয় সহ-ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, বিএনপি নেতা আব্দুস সালাম বিশ্বাস ও নূরজ্জামান তপন।