দশমিনায় যুবদলের ২১ নেতাকর্মী গ্রেফতার

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 06:47:29

পটুয়াখালীর দশমিনায় পুলিশের লাঠিচার্জে যুবদলের দশ নেতাকর্মী আহত হয়েছেন। বিনা অনুমতিতে যুবদল সমাবেশ করতে চাইলে এ সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দফায় দফায় সংঘর্ষ চলে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

স্থানীয় যুবদল নেতারা জানান, দশমিনা উপজেলা যুবদলের কর্মীসভা মঙ্গলবার সকাল ১১টায় প্রথমে উপজেলা বিএনপি কার্যালয়ে ডাকা হয়। সেখানে পুলিশের বাধায় কর্মীসভা পণ্ড হয়ে যায়। পরে ১২টার দিকে একটি ঘরে সভা চলাকালে দ্বিতীয় দফায় বাধা দেয় পুলিশ।

এ সময় পুলিশের লাঠিচার্জে আহত হন কেন্দ্রীয় যুবদল নেতা শামিম হোসেন, শাহ আলম শানু, আল আমিন মোল্লা, ইকবাল বশির, আবুল বসার আক্কাস, আনোয়ার হোসেন আনু, মেরিন মোল্লা সম্রাট হোসেনসহ কমপক্ষে দশ জন।

এ ব্যাপারে দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, ঘটনার সময়ে তিনি পটুয়াখালী জেলা পুলিশের মিটিংয়ে ছিলেন। যুবদল কর্মীদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি ও ইটপাটকেল নিক্ষেপের খবর শুনেছেন।

অন্যদিকে পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মঈনুল হাসান জানান, দশমিনায় বিনা অনুমতিতে যুবদল সমাবেশ ডাকলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করলে চার পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় ২১ জনকে আটক করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর