নাটোরে নারদ তীরের ১২৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-22 06:19:25

সারাদেশে চলমান অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে দ্বিতীয় দফায় নাটোরের নারদ নদের তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন। দুপুর ১২টা থেকে শহরের হুগোলবাড়িয়া এলাকা থেকে তেবাড়িয়া হাট পর্যন্ত ১২৬টি স্থাপনা উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক মোহাম্মাদ শাহরিয়াজের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তারা এই উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেন।

অভিযানে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শরিফুন্নেসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসানসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা।

জানা যায়, অভিযান চলাকালে নারদ নদের দুই তীরের প্রায় ৩০০ মিটার এলাকায় অবৈধভাবে নির্মিত কাঁচা-পাকা ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়।

প্রসঙ্গত, গত বছরের ২৩ ডিসেম্বর সারাদেশে একযোগে অবৈধ স্থাপনা উচ্ছেদের অংশ হিসেবে নাটোরেও স্থানীয় প্রশাসন নারদ নদের তীরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করে।

এ সম্পর্কিত আরও খবর