সুনামগঞ্জে সুরমা নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ

সুনামগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সুনামগঞ্জ | 2023-09-01 11:20:26

সুনামগঞ্জের জামালগঞ্জে সুরমা নদীর তীরবর্তী গজারিয়ায় বাজার থেকে নদীর পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চলছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১টা থেকে সারাদিন ব্যাপী উপজেলার সুরমা নদীর তীরবর্তী গজারিয়া বাজারে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে এ উচ্ছেদ অভিযান শুরু হয়।

অভিযানে সুরমা নদীর তীরে দীর্ঘ দিন ধরে গড়ে উঠা অবৈধ ৫৬টি দোকান কোটাসহ অনেক স্থাপনা উচ্ছেদ করে পানি উন্নয়ন বোর্ড।

এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো.সবিববুর রহমান, জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াঙ্কা পালসহ পুলিশ প্রশাসন।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সবিববুর রহমান বলেন, জেলার সকল নদী তীরবর্তী এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর