শার্শার বেতনা নদী থেকে অবৈধ দখলকারী উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ উচ্ছেদ অভিযান চালায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যােজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী।
তিনি জানান, গত ডিসেম্বরে বেতনা নদীর দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। স্থানীয় নেতৃবৃন্দ ও দখলকারীদের সম্মতিক্রমে ১ মাসের সময় দেওয়া হয়েছিল। কিন্তু ২ মাস অতিবাহিত হলেও অবৈধ স্থাপনা সরিয়ে নেয়নি তারা। কৃষি ও মৎস্য প্রজনন এবং পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য নদীর নাব্যতা ও পানি প্রবাহ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে।
জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী বেতনা নদীর অবৈধ দখলকারীদের ৪০টি অবৈধ স্থাপনা ভেঙে দেওয়া হয়। অবৈধ দখলকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যানজিস্ট্রেট।
অভিযানকালে উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ড যশোরের উপ-বিভাগীয় প্রকৌশলী সাইদুর রহমান এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।