মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেহপুর ইউনিয়নের কুশিয়ারা নদীর পাড়ের প্রতিরক্ষা বাঁধের ১৫টি স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিনব্যাপী মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন যৌথভাবে এ উচ্ছেদ অভিযান চালায়। অভিযানে নদীর বাঁধে অবৈধভাবে গড়ে তোলা বিল্ডিংসহ ৩৫টি দোকান ঘর ভেঙে দেয়া হয়।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রণেন্দ্র শংকর চক্রবর্তী এ অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, কুশিয়ারা নদীর পাড়ে যতগুলো অবৈধ স্থাপনা আছে পর্যায়ক্রমে তা ভেঙে ফেলা হবে।