গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় অবৈধ স্থাপনের দায়ে চারটি ইটভাটাকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) এ অভিযান পরিচালনা করেন পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল হোসেন।
জরিমানাপ্রাপ্ত ইটভাটাগুলো হলো- উপজেলার সাঁকোয়া ব্রিজ এলাকার মেসার্স এমসিবি ব্রিকস-১, মেসার্স এমসিবি ব্রিকস-২ এবং ঢোলভাঙ্গা এলাকায় মেসার্স এসওবি ব্রিকস-১, মেসার্স এসওবি ব্রিকস-২। এসব ইটভাটাকে মোট ৭ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় পানি দিয়ে জ্বলন্ত আগুন নিভিয়ে দেওয়া হয়।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেজবাউল হোসেন বার্তা২৪.কম-কে বলেন, ‘ওইসব ভাটার পরিবেশ অধিদফতরের প্রদত্ত ছাড়পত্র, জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত লাইসেন্স না থাকায় অর্থদণ্ড করা হয়।’
এমন অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।