নরসিংদীতে রশিটান খেলার ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নরসিংদী | 2023-09-01 08:55:28

নরসিংদীর শিবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী রশিটান (কাছিটান) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে বিপুল দর্শক সমাগমের মধ্য দিয়ে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। খেলা শুরুর আগেই খেলা প্রাঙ্গণে বিভিন্ন বয়সের কয়েক হাজার দর্শনার্থী ভিড় জমায়। বিকালে চক্রধা মৎস্যখামার সংলগ্ন মাঠে এ খেলার আয়োজন করে স্থানীয় তরুণোদয় সংঘ।

গত ১৮ জানুয়ারি শুরু হয় এই রশিটান (কাছিটান) প্রতিযোগিতা। দীর্ঘ ১ মাস ধরে কয়েকটি ধাপে এ প্রতিযোগিতায় অংশ নেয় উপজেলার বিভিন্ন এলাকার ৮টি দল। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে স্থানীয় আড়ালী মা মৎস খামার বনাম একদুয়ারিয়া ভাই ভাই মৎস্য খামার।

নরসিংদীতে রশিটান খেলার ফাইনাল অনুষ্ঠিত/ছবি: বার্তা২৪.কম

প্রতিযোগিতায় বিজয়ী দল আড়ালী মা মৎস্য খামারের বিল্লাল হোসেনের হাতে পুরস্কার হিসেবে ষাঁড় গরু এবং রানারআপ একদুয়ারিয়া ভাই ভাই মৎস্য খামারের বকুলের হাতে ছাগল তুলে দেওয়া হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ।

শিবপুর পৌরসভার কাউন্সিলর সৈয়দ মো. বাদলের সভাপতিত্বে খেলায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাপসী রাবেয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজিজুর রহমান প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর