নাটোরে ৬ ইটভাটাকে ৮ লাখ টাকা জরিমানা

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-10 14:41:04

নাটোরের লালপুরে ছয়টি ইটভাটায় অভিযান চালিয়ে ৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অবৈধভাবে ইট ভাটা পরিচালনার অভিযোগে ভাটাগুলোকে এ জরিমানা করা হয়।

বুধবার (২৬ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুরের বিভিন্ন ইটভাটায় এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান। অভিযানে নেতৃত্ব দেন র‌্যাব-৫ সিপিসি-২, নাটোর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম জামিল আহমেদ।

ভাটাগুলো হলো- রামকৃষ্ণপুরের এবিএম ইটভাটা ও এনএবি ইটভাটা, মঞ্জিলপুকুর এলাকার ভিআইপি ইটভাটা, পাইকপাড়ার এএইচবি ইটভাটা, আব্দুলপুরের এমআরএ ইটভাটা ও এইচবিসি ইটভাটা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসান জানান, ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোন বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নেই। তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে এবিএম ইটভাটাকে ২ লাখ, ভিআইপি ইটভাটাকে ১ লাখ টাকা, এনএবি ইটভাটাকে ১ লাখ টাকা, এএইচবি ইটভাটাকে ১ লাখ টাকা, এমআরএ ইটভাটাকে ২ লাখ টাকা, এবং এইচবিসি ইটভাটাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর