মানিকগঞ্জ জেলা শহরের পশ্চিম সেওতা এলাকায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো- শাহাদত হোসেন (৮) এবং ফাতেমা আক্তার (৯)। তারা লালমনিরহাট জেলার দিনমজুর আব্দুস সোবাহানের সন্তান।
এলাকাবাসী জানায়, দিনমজুর আব্দুস সোবাহান চলতি মাসেই কাজের সন্ধানে স্ত্রী ও তিন শিশু সন্তানকে নিয়ে মানিকগঞ্জে আসেন। পশ্চিম সেওতা এলাকার সবুর উদ্দিনের বাসা ভাড়া নেন। আব্দুস সোবাহান সকালেই কাজে চলে যায়। বিকেলে তার স্ত্রী ৮ মাসের শিশু সন্তানকে খাওয়াচ্ছিলেন। এই ফাঁকে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায় শাহাদত ও ফাতেমা।
কিছুক্ষণ পরে এক শিশু ওই পুকুরে গোসল করতে নামলে তার পায়ের সঙ্গে দুই শিশুর শরীরের স্পর্শ লাগে। সে তাদেরকে পানি থেকে ওপরে তুলে বাড়িতে খবর দেয়। পরে তাদেরকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মানিকগঞ্জ জেলা হাসপাতালের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. মুকুল চন্দ্র মন্ডল বার্তা২৪.কমকে জানান, শিশু দুইটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাদের স্বজনেরা মরদেহ দুটি নিয়ে যায়।