রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ১৭৫ বোতল ফেনসিডিলসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান।
গ্রেফতারকৃত দুই নারী হলেন- যশোরের শার্শা থানার বুরুজ বাগান এলাকার মৃত ওয়াজেদ আলী সরদারের স্ত্রী রাবেয়া বেগম (৬৫) এবং একই গ্রামের আ. রহমানের স্ত্রী জহুরা বেগম (৪০)। শরীরে এক ধরনের জ্যাকেট জড়িয়ে তার মধ্যে বিশেষ কায়দায় ফেনসিডিলগুলো লুকিয়ে ঢাকায় নিয়ে আসছিলেন তারা।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান জানান, ওই নারীরা যশোর থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি বাসে করে ফেনসিডিলগুলো নিয়ে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বুধবার (২৬ ফেব্রুয়ারি) ভোর রাতে দৌলতদিয়া তেলের পাম্প এলাকায় অবস্থান নেয় পুলিশ।
সোহাগ পরিবহনের ওই বাসটি সেখানে এসে যানবাহনের সিরিয়ালে আটকা পড়লে ওই দুই নারী বাস থেকে নেমে চলে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদেরকে ফেনসিডিলসহ গ্রেফতার করে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।