মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা নারীদের মধ্য থেকে এক হাজার জনকে সেলাই মেশিন দিয়েছে ভারত সরকার।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে সেলাই মেশিন বিতরণের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা জানান, রোহিঙ্গা নারীদের সেলাই মেশিন চালানোর প্রশিক্ষণ দেওয়া হয়েছে। সেখান থেকে ১ হাজার জনকে এ মেশিন বিতরণ করা হবে। পাশাপাশি ৯৯ রোহিঙ্গা পরিবারকে ফ্যামিলি টেন, ৩২ পরিবারকে অফিস টেন ও আরও ৩২ পরিবারকে রেসকিউ কিট দেওয়া হবে।
বিতরণকালে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাশ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. শাহ কামাল, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মাহবুব আলম তালুকদার