শীতলক্ষ্যা নদী দখল ও দূষণ রোধের দাবিতে নৌকাবন্ধন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ নারায়ণগঞ্জ শাখা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বেলা এগারোটায় নারায়ণগঞ্জের প্রধান খেয়াঘাটে নৌকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, শীতলক্ষ্যা নদীর দুই তীরে ও আশপাশের এলাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের বর্জ্য ও তরল বর্জ্য সরাসরি নদীতে ফেলা হচ্ছে। এর কারণে নদীর পানি দূষিত হয়ে পরিবেশ ভয়াবহ ক্ষতির মুখে পড়ছে। ওয়াসার মাধ্যমে সরবরাহকৃত শীতলক্ষ্যার এই দূষিত পানি গৃহস্থালি কাজে বা শৌচাগারে ব্যবহারের অনুপযোগী হলেও মানুষ বাধ্য হয়ে তা ব্যবহার করে নানা রোগে আক্রান্ত হয়ে পড়ছেন।
নৌকাবন্ধনে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা সভাপতি লক্ষ্মী চক্রবর্তীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আঞ্জুমান আরা আকসির, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসিনা পারভীন, সহ-সাধারণ সম্পাদক রহিমা খাতুন, লিগ্যাল এইড সম্পাদক শাহানারা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।