মেয়াদোত্তীর্ণ সার বিক্রি, ৬ দোকান মালিককে জরিমানা

লালমনিরহাট, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, লালমনিরহাট | 2023-08-30 06:50:00

মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করায় লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ৬টি দোকানে অভিযান চালিয়ে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ৬ দোকান মালিককে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন।

জানা গেছে, আদিতমারী উপজেলার হাট-বাজারে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করছিল। এ কারণে উপজেলার নামুড়িহাট, টুরুর বাজার, কুমড়িরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন। এ সময় মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করায় ৬টি দোকানের মালিককে ৬৯ হাজার টাকা জরিমানা করা হয়।

আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন জানান, হাট বাজারে সার ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। বিভিন্ন স্থানে এ অভিযান অব্যাহত থাকবে।

এ সম্পর্কিত আরও খবর