পর্দা উঠলো আন্তর্জাতিক চারুকলা উৎসবের

নীলফামারী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী | 2023-08-30 06:43:12

নীলফামারী'র পর্যটন কেন্দ্রে নীলসাগরে (বিন্নাদিঘী) শুরু হলো চারদিন ব্যাপী তৃতীয় আন্তর্জাতিক চারুকলা উৎসব-২০২০।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিল্পী রফিকুন নবী।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ।

আগামী বছর ময়মনসিংহের জয়নুল সংগ্রহশালায় এই উৎসব অনুষ্ঠান করার আমন্ত্রণ জানিয়ে প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, 'প্রতিবছর চারুকলা উৎসবের জন্য সংস্কৃতি মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা থাকবে।'

উৎসবের প্রধান পৃষ্ঠপোষক সাবেক সংস্কৃতিক মন্ত্রী আসাদুজ্জামান নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উৎসবের আহ্বায়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউনুস, কিউরেটর ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সহকারী অধ্যাপক হারুন-অর-রশিদ টুটুল, বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান শিল্পানুরাগী আবুল খায়ের লিটু, জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী, জেলা আ'লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারন সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল ইসলাম, পুলিশ সুপার মোখলেছুর রহমান প্রমুখ।

উৎসবে স্পেন প্রবাসী শিল্পী মনিরুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ডিন মিসার হোসেন, শিল্পী শিশির ভট্টাচার্য ,শিল্পী আফজাল হোসেন, আর্কিটেক্ট মোস্তফা খালিদ পলাশ, শিল্পী প্রেমা আন্দালিব, ডক্টর বিজেস কাতিয়ার (ভারত), সুমাত্রা সরকার (ভারত), হো হো (মিয়ানমার), মো. সেলিমসহ (আমেরিকা) দেশি-বিদেশি ১৬০ জন শিল্পী অংশগ্রহণ করেছেন।

উৎসবে নীলফামারী সদর উপজেলার মাধ্যমিক স্তরের ২০টি বিদ্যালয়ের ২০০ জন শিশু শিল্পী অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে দুইজন গুনীজনকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন- বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত চিফ ডিজাইনার মুক্তিযোদ্ধা জিএম রাজ্জাক এবং সংস্কৃতি ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর।

এ সম্পর্কিত আরও খবর