গাইবান্ধায় যানবাহন চালকদের ড্রাগ টেস্ট

গাইবান্ধা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-21 22:19:32

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের ড্রাগ টেস্টসহ পরিবহনে বিভিন্ন পরীক্ষা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রংপুর-ঢাকা মহাসড়কে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উদ্যোগে পরিবহণ চালকদের অ্যালকোহল ডিটেক্টর মেশিন দিয়ে ড্রাগ টেস্ট, স্পিডগান মেশিন দিয়ে গাড়ীর গতিবেগ নিয়ন্ত্রণ ও আরএফআইডি মেশিন দিয়ে গাড়ীর কাগজপত্রাদি চেকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কাদের জেলানী বার্তা২৪.কম-কে জানান, যানবাহনের চালকরা মাদক গ্রহণ করলে দুর্ঘটনা ঘটতে পারে।  দুর্ঘটনা রোধে সর্বক্ষণ হাইওয়ে থানা কাজ করে চলছে। দিনরাত তিনজন সাব-ইন্সপেক্টর, দুইজন সার্জেন্ট দায়িত্ব পালন করছেন।

এ সম্পর্কিত আরও খবর