৫ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৩৬৬ টাকা ব্যয়ে ময়মনসিংহের গৌরীপুর-বেকুরহাটি আঞ্চলিক সড়কের সংস্কার কাজ শুরু হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় সড়কের সংস্কার কাজ উদ্বোধনের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন ময়মনসিংহ ৩ গৌরীপুর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
ভিত্তিপ্রস্থর স্থাপনের সময় উপস্থিত ছিলেন গৌরীপুর পৌরসভায় মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ডা.হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো.বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মো.ওয়াহিদুল হক,উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর যুবলীগের সাবেক আহ্বায়ক আব্দুর রউফ মোস্তাকিম প্রমুখ।
উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আবু সালেহ মো. ওয়াহিদুল হক বলেন পৌর শহরের বাসস্ট্যান্ড থেকে ঘাগলা মোড় পর্যন্ত প্রায় নয় কিলোমিটার সড়ক সংস্কার করা হবে। এলজিইডির অর্থায়ন সংস্কার কাজের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫ কোটি ৩০ লাখ ১৯ হাজার ৩৬৬ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স জামির ট্রেডার্স সড়ক সংস্কার কাজ সম্পন্ন করবে।