কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোস্তাফিজুর রহমান (৬২) নামে এক ভুয়া র্যাব সদস্যকে আটক করেছে র্যাব।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মির্জাপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক মোস্তাফিজুর রহমান চুয়াডাঙ্গার জীবননগর থানার আন্দল বাড়ীয়া এলাকায় মৃত আছির উদ্দিন মোল্ল্যার ছেলে। সে কুষ্টিয়ার খোকসা উপজেলার মির্জাপুর গ্রামের বাদশা মাস্টারের বাড়িতে থাকতো।
র্যাব ১২, সিপিসি-১, কুষ্টিয়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার (সহকারী পুলিশ সুপার) স্বজল কুমার সরকার বলেন, র্যাবের উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে মোস্তাফিজুর রহমান বিভিন্ন সময় বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়েছেন। দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর গ্রামের বাদশা মাস্টারের বাড়ি থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভুয়া ভিজিটিং কার্ড, প্রতারণার কাজে ব্যবহার করা মোবাইল ফোন, সেনাবাহিনীর রেশন সার্টিফিকেট উদ্ধার করা হয়েছে।
তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।