কুড়িগ্রামের নাগেশ্বরীতে সড়ক দুর্ঘটনায় ছাত্রের মৃত্যু

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-30 06:50:26

কুড়িগ্রামের নাগেশ্বরীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে নাগেশ্বরী-ভূরুঙ্গামারী সড়কের উত্তর ব্যাপারীহাট কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে গুরুতর আহত এক ছাত্রকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তারা দুজনই নাগেশ্বরী বিজনেস ম্যানেজমেন্ট কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে দুই বন্ধু মামুন মিয়া ও তৈয়ব আলী ভূরুঙ্গামারী যাওয়ার পথে সন্তোষপুর ইউনিয়নের কদমতলায় তাদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সাথে ধাক্কা লাগে। এতে তারা গুরুতর আহত হয়। এখান থেকে দুজনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন। তৈয়ব আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নিহত মামুন নাগেশ্বরী পৌরসভা এলাকার মাছুরখামার গ্রামের আবু বক্করের ছেলে। রংপুরে চিকিৎসাধীন তৈয়ব বাঁশেরতল এলাকার এছাহাক আলীর ছেলে।

নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবীর জানান, উপজেলা ভাইস চেয়ারম্যান রোকনুজ্জামান শিমুর শ্যালক নিহত মামুন মোটরসাইকেল চালাচ্ছিলেন। আহত তৈয়ব আলীর অবস্থাও আশঙ্কাজনক।

এ সম্পর্কিত আরও খবর