গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুরে রিশামনি খাতুন (১১) নামে এক স্কুলছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) দুপুরের দিকে সাদুল্লাপুর উপজেলার খোর্দ্দকোমরপুর বাজারস্থ সড়কে এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন- খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী শিক্ষক আনিছুর রহমান, স্থানীয় ব্যবসায়ী মাসুদ কবির রানা, রায়হান শাহ ফেরদৌস, নিকোলাস চৌধুরী প্রমুখ।
বক্তরা বলেন, খোর্দ্দকোমরপুর গ্রামের কাঁচামাল ব্যবসায়ী আনারুল ইসলামের মেয়ে হলো রিশামনি খাতুন। সে ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী। গত ২৭ ফেব্রুয়ারি বিকেলে বাড়ি থেকে খোর্দ্দকোমরপুর বাজারে বাবার দোকানে আসে রিশামনি। এরপর আর বাড়ি ফিরে যায়নি। তাকে অপহরণ করা হয়েছে।
আগামী ৭২ ঘণ্টার মধ্যে নিখোঁজ রিশামনি খাতুনকে পুলিশ উদ্ধার করতে না পারলে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে হুঁশিয়ারি দেন বক্তারা।