খাদ্য গুদামে ভিক্ষা চাওয়ায় বৃদ্ধাকে শারীরিক নির্যাতন

নাটোর, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর | 2023-08-31 23:34:05

নাটোরের বনপাড়া সরকারি খাদ্য গুদামে গিয়ে ভিক্ষা চাওয়ায় নিরাপত্তা প্রহরীর নির্যাতনে গুরুতর আহত হয়েছেন আমিনা বেগম নামে এক বৃদ্ধা (৬০)।

শনিবার (২৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধাকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বৃদ্ধার বাড়ি বড়াইগ্রামের জালশুকা গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১টার দিকে বৃদ্ধা আমিনা খাতুন বড়াইগ্রাম উপজেলার বনপাড়া সরকারি খাদ্য গুদামের গেটে গিয়ে ভিক্ষা চান। এ সময় নিরাপত্তা প্রহরী মোস্তফা তাকে চলে যেতে বলেন। না যাওয়ায় প্রহরী মোস্তফা ক্ষুব্ধ হয়ে ওই বৃদ্ধার ওপর শারীরিক নির্যাতন চালান। রক্তাক্ত জখম অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে একটি ক্লিনিকে ভর্তি করেন স্থানীয়রা।

এ ব্যাপারে খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা তন্ময় বিশ্বাসের সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বিচ্ছিন্ন ছিল।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ তৌহিদুর রহমান বলেন, ‘ঘটনাস্থল গিয়ে আমিনা বেগমকে উদ্ধারের পর নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করেনি।’

এ সম্পর্কিত আরও খবর