বগুড়ার শাজাহানপুরে ট্রাকের চাপায় আবু সাঈদ (৪৮) নামে এক সংবাদপত্র বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (২৯ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে বগুড়া-নাটোর মহাসড়কে শাজাহানপুর উপজেলার বয়ড়াদিঘী নামক স্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত আবু সাঈদ বগুড়া শহরের মালগ্রাম চাপড়পাড়ার বাসিন্দা এবং বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক।
জানা গেছে, আবু সাঈদ তার গ্রামের বাড়ি কাহালু উপজেলার জামগ্রাম থেকে বগুড়া শহরের বাসায় ফিরছিলেন। বয়ড়াদিঘী নামক স্থানে পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে তার মাথাসহ মুখমণ্ডল থেঁতলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
বগুড়া জেলা জাতীয়তাবাদী সংবাদপত্র হকার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বকুল বলেন, ‘আবু সাঈদ মোটরসাইকেলযোগে শহরের বিভিন্ন এলাকায় সংবাদপত্র বিক্রি করতেন। শনিবার বিকেলে তিনি গ্রামের বাড়িতে যান। ফেরার পথে ট্রাক চাপায় নিহত হন।
শাজাহানপুর থানার উপ-পরিদর্শক (এস আই) শামিম আহম্মেদ বার্তা২৪.কমকে বলেন, ‘নিহতের মুখমণ্ডলসহ মাথা থেঁতলে যাওয়ায় কেউ তাকে চিনতে পারেনি। পরে প্যান্টের পকেটে থাকা পরিচয়পত্র দেখে নাম পরিচয় নিশ্চিত হওয়া গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।’