হবিগঞ্জে নিলামে বিক্রি হলো না বিজিবির জব্দকৃত পেঁয়াজ

হবিগঞ্জ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হবিগঞ্জ | 2023-08-26 12:16:07

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর জব্দকৃত ১১৬ বস্তা পেঁয়াজ নিলামে বিক্রি হয়নি।

শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে পেঁয়াজগুলো বিক্রির জন্য নিলাম ডাকা হলেও ন্যায্যমূল্য না পাওয়ায় বিক্রি করা হয়নি। তবে রোববার (১ মার্চ) আবারও নিলাম ডাকা হবে বলে জানিয়েছে বিজিবি।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চিমটিবিল ক্যাম্প কোম্পানী কমান্ডার লে. কর্ণেল সামিউন্নবী চৌধুরী বলেন, শনিবার সকালে সুবেদার দেলোয়ার হোসেনের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে সীমান্তের লেবু বাগান এলাকা থেকে ১১৬ বস্তা পেঁয়াজ জব্ধ করে। ১১৬ বস্তায় ৪ হাজার ৬৮১ কেজি পেঁয়াজ ছিল। পরে বিকেলে পেঁয়াজগুলোর নিলাম ডাকা হয়। তবে নিলামে ন্যায্যমূল্য না পাওয়ায় পেঁয়াজগুলো বিক্রি করা হয়নি। রোববার পুনরায় নিলাম আহবান করা হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর