পটুয়াখালীতে সাড়ে তিন লাখ শিশু পাবে হাম রুবেলার টিকা

পটুয়াখালী, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পটুয়াখালী | 2023-08-30 06:47:31

বাংলাদেশকে হাম রুবেলা মুক্ত করতে আগামী ১৮ মার্চ থেকে ২৪ মার্চ এবং ২৮ মার্চ থেকে ১১ এপ্রিল দু’দফায় হাম রুবেলার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে।

এ কর্মসূচিকে সফল করতে রোববার (১ মার্চ) সকালে পটুয়াখালী সিভিল সার্জন কার্যালয়ে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় জানানো হয়, এবার পটুয়াখালী জেলায় ৯ মাস থেকে ১০ বছর বয়সী ৩ লাখ ৫৭ হাজার ২৬৩ জন শিশুকে হাম রুবেলার টিকা প্রদান করা হবে। এ জন্য সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

সভায় পটুয়াখালী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গির আলম জানান, সারা বিশ্বে হাম রুবেলায় আক্রান্ত হয়ে প্রতি ঘণ্টায় ১৬টি শিশু মারা যায়। এছাড়া হাম রুবেলার কারণে শিশুরা ঘনঘন ডায়রিয়া, ফুসফুসের প্রদাহ এবং নিউমোনিয়ায় আক্রান্ত হয়। এসডিজির গোল অর্জনে শিশু মৃত্যু কমিয়ে আনতে হাম রুবেলা প্রতিরোধ করা অন্যমত একটি সূচক হিসেবে কাজ করবে।

অ্যাডভোকেসি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ, জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গির হোসেনসহ বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর