মরণোত্তর চক্ষুদানের প্রচার নিয়ে ভারতীয় এপেক্স ক্লাবের সৌজন্যে সাত সদস্যের একটি বাইসাইকেল র্যালী ঢাকার উদ্দেশ্যে ৭ দিনের ভ্রমণে এসেছেন।
সোমবার (২ মার্চ) দুপুরে র্যালীটি ভারতের পেট্রাপোল ও বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্টের আনুষ্ঠানিকতা শেষ করে বেনাপোল বন্দরে প্রবেশ করে।
র্যালীর ক্যাপ্টেন শংকর রক্ষীত জানান, ভারতের প্রতিবেশী ও বন্ধু প্রতীম দেশ বাংলাদেশ। মানবিক মূল্যবোধ থেকে তাই এ ধরনের প্রচারে বাংলাদেশে এসেছেন। এখানকার গ্রাম, গঞ্জ ও শহরে প্রচার ছড়িয়ে দিবেন। এ প্রচার, প্রচারণার মাধ্যমে মানুষ কিছুটা হলেও সচেতন হবে। আগামী ০৯ মার্চ তারা প্রচারণা শেষে ভারত ফিরবেন।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের উপপরিদর্শক (এসআই) তাইজুল ইসলাম বলেন, ভারতীয় র্যালী ইমিগ্রেশনে পৌঁছালে তারা তাদের সব ধরনের সহযোগিতা করেছেন।