নবগঙ্গা নদীর তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

ঝিনাইদহ, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঝিনাইদহ | 2023-09-01 18:23:44

ঝিনাইদহ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া নবগঙ্গা নদীর তীরে অবৈধভাবে গড়ে ওঠা স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) সকালে শহরের চাকলাপাড়ায় এ উচ্ছেদ অভিযানের উদ্বোধন করেন জেলা প্রশাসক সরোজ কুমার নাথ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সেলিম রেজাসহ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে সকালে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা থেকে এ অভিযান শুরু হয়। এ সময় নদী পাড়ের অবৈধ টিন, আধা-পাকা ও দ্বিতল ভবন ভেঙে ফেলা হয়। এর আগে মহিষাকুন্ডু ব্রিজ এলাকা থেকে পবহাটি ব্রিজ পর্যন্ত ৭৩টি অবৈধ স্থাপনা চিহ্নিত করে নোটিশ দেয় পানি উন্নয়ন বোর্ড। স্বেচ্ছায় স্থাপনা সরিয়ে না নেয়ায় আজ উচ্ছেদ অভিযান চলছে।

এ সময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, সব অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষ না হওয়া পর্যন্ত এ অভিযান চলবে।

এ সম্পর্কিত আরও খবর