মেহেরপুরের গাংনী উপজেলার পাঁচটি ইটভাটায় অভিযান চালিয়ে ২ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাকিম ইয়ানুর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে গাংনী থানা সড়কে অভিযান চালানো হয়। এসময় দু’টি ইটভাটার সামনের পিচঢালা সড়কে মাটি পড়ে থাকতে দেখেন ভ্রাম্যমাণ আদালত। পরে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে আস্থা ব্রিকসের মালিক স্বপনের কাছ থেকে ৩০ হাজার ও দোয়েল ব্রিকসের মালিক রুহুল আমিনের কাছ থেকে ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালত এ সড়কে অভিযান সম্পন্ন করে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অভিযান পরিচালনা করেন। এসময় বামন্দীর বাজারে কাছে এনএএসবি ব্রিকসের মালিক আওয়াল হোসেনের কাছ থেকে ৫০ হাজার, লিটন হোসেনের এমএসআরএফএল ব্রিকস থেকে ৬০ হাজার ও চঞ্চল হোসেনের বিশ্বাস ব্রিকস থেকে ৭০ হাজার টাকা জরিমানা আদায় কারেন।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক হাকিম ইয়ানুর রহমান জানান, চলমান ট্রাক থেকে পাকা সড়কে মাটি পড়ছে। বৃষ্টির পানিতে তৈরি হয় কাদা। এতে দুর্ভোগে পড়েন এলাকার লোকজন। জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ইটভাটাগুলোকে এ জরিমানা করা হয়েছে।