কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোরার রোহিঙ্গা ক্যাম্পের শেষ প্রান্তে পাহাড়ে ফের গুলি বিনিময়ের ঘটনায় ঘটেছে।
মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টার দিকে পাহাড়ে গুলি বিনিময়ের ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় রোহিঙ্গারা। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
রোহিঙ্গারা জানায়, মঙ্গলবার বেলা ১২টার দিকে জকির ডাকাতসহ একটি অস্ত্রধারী দল রোহিঙ্গা ক্যাম্পের এডরা পাহাড়ে অবস্থান করে। পরে সেখান থেকে নেমে র্যাবের সঙ্গে গোলাগুলির ঘটনাস্থলে এসে বেশ কিছু গুলিবর্ষণ করে। এসময় আশপাশের লোকজন ভয়ে ঘরের ভেতরে ঢুকে পরে। এতে পুরো ক্যাম্প জুড়ে আতঙ্ক ছড়িয়ে পরে। ক্যাম্পের কিছু খারাপ লোকজন তাদের সোর্স হিসেবে কাছ করছেন। এর ফলে ক্যাম্পে বসবাসকারীরা চলাচল সীমিত করে দিয়েছে।
এ প্রসঙ্গে টেকনাফ সিপিসি-১ ক্যাম্পের ইনচার্জ মির্জা শাহেদ মাহাতাব বলেন, ‘জকির ডাকাতসহ একটি দল পাহাড়ে গুলি বর্ষণের খবর রোহিঙ্গাদের কাছে শুনেছি। ডাকাতদের বিরুদ্ধে র্যাবের অভিযান চলছে। কাউকে ছাড় দেওয়া হবে না।