ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে ২০ জন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে উপজেলার বেড়তলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
সরাইল খাটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনুল ইসলাম জানান, বিকেলে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী রুমা পরিবহনের একটি যাত্রীবাহী বাস সরাইল উপজেলার বেড়তলায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। তাৎক্ষণিকভাবে এলাকাবাসী আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তখন রাস্তার দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ওসি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করা গেলেও এর চালক ও সহযোগী পলাতক রয়েছে।