বেনাপোল বন্দরে হঠাৎ ঝড়-বৃষ্টিতে বাণিজ্য ব্যাহত

যশোর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বেনাপোল(যশোর) | 2023-08-24 16:09:29

হঠাৎ ঝড়, বৃষ্টিতে বেনাপোল বন্দরে মারাত্মকভাবে বাণিজ্য ব্যাহত হয়েছে। খাদ্য দ্রব্য জাতীয়  কাঁচামালের ব্যবসায়ীরা বেশি ক্ষতির শিকার হয়।

মঙ্গলবার (০৩ মার্চ) রাত ৮ টায় হঠাৎ ঝড়ো হাওয়া বয়ে যায় বেনাপোল বন্দর এলাকার ওপর দিয়ে।

খাদ্য দ্রব্য জাতীয় কাঁচা মাল আমদানিকারক উজ্বল বিশ্বাস বলেন, শ্রমিকরা বন্দরের আমদানিকৃত খাদ্য দ্রব্য খালাস করছিল। এ সময় হঠাৎ ঝড়, বৃষ্টিতে পানিতে ভিজে পণ্যের কাটন ভিজে নষ্ট হয়। এতে তারা বেশ ক্ষতিগ্রস্ত হবেন।

এদিকে বন্দর শ্রমিকরা জানান, বৃষ্টি দীর্ঘায়িত হওয়ায় তারাও ট্রাক থেকে পণ্য খালাস করতে পারছেন না। রাতে যদি বৃষ্টি না থামে তবে ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির শিকার হবেন।

বেনাপোল বন্দরের আমদানি, রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক বলেন, প্রতিবছর এ বন্দরে আমদানি পণ্য থেকে প্রায় ৫ হাজার কোটি টাকা রাজস্ব আসলেও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হয়নি। বন্দরে পর্যাপ্ত ছাউনি যুক্ত ইয়ার্ড না থাকায় বৃষ্টিতে পণ্য ভিজে লোকশান গুনতে হয়।

উল্লেখ্য, বেনাপোল বন্দর দিয়ে আপেল, কমলা, লেবু, আনার, আঙুর, পান, টমেটো, শুটকি মাছ, চাউলসহ বিভিন্ন খাদ্যদ্রব জাতীয় পণ্য আমদানি হয়ে থাকে।

এ সম্পর্কিত আরও খবর