রাষ্ট্রীয় মর্যাদায় বিজিবি সদস্য শাওনের দাফন

বরগুনা, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরগুনা | 2023-08-30 04:40:06

খাগড়াছড়িতে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে নিহত বিজিবি সৈনিক মো. শাওনকে (৩০) তার গ্রামের বাড়ি বরগুনার বেতাগীতে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) খাগড়াছড়িতে প্রথম জানাজা নামাজ শেষে বুধবার (৪ মার্চ) ভোর সাড়ে ছয়টায় শাওনের লাশ গ্রামের বাড়িতে আনা হয়। পরে খুলনা থেকে আগত ২১ ব্যাটালিয়ন বিজিবি সদস্যদের উপস্থিতিতে দুপুর ১২টার দিকে দ্বিতীয় জানাজা নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

নিহত শাওন বরগুনা জেলা বেতাগী উপজেলার হোসনাবাদ এলাকার নুরুল ইসলামের ছেলে।

বিজিবি সদস্যরা ছাড়াও গ্রামবাসী জানাজায় অংশ নেয়

বেতাগী উপজেলা চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান দাফনের বিষয়টি নিশ্চিত করেছেন।

পারিবারিক সূত্রে জানা যায়, ৮ বছর আগে ২০-ব্যাটালিয়ন বিজিবিতে সৈনিক পদে যোগ দেন শাওন। পরে ৪০ ব্যাটালিয়নে বদলি হয়ে খাগড়াছড়িতে যোগ দেন। গত মঙ্গলবার (৩ মার্চ) খাগড়াছড়িতে গাছ কাটা নিয়ে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে তিনি নিহত হন।

এ সম্পর্কিত আরও খবর