'মুজিব বর্ষে কেউ গৃহহীন থাকবে না'

ঢাকা, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-26 17:40:50

মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের কোনো মানুষ গৃহহীন ও ভূমিহীন থাকবেনা বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।

বুধবার (৪ মার্চ) বিকেলে সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের গৃহহীনদের জন্য নির্মাণ করে দেওয়া হবে গৃহ আর ভূমিহীনদের জন্য বরাদ্দ দেওয়া হবে ভূমি ও ঘর।

তিনি আরো বলেন, বাংলাদেশে বর্তমানে ৩ লক্ষ ২৮ হাজার ভূমিহীন ও ২ লক্ষ ২৬ হাজার গৃহহীন মানুষ রয়েছে তাদের সবাইকে দুর্যোগ সহনীয় ঘর করে দেওয়ার জন্য দুর্যোগ মন্ত্রণালয়কে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

ডা. এনামুর রহমান বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে মন্ত্রণালয়। সেই সাথে নির্দেশনা অনুযায়ী কাজ চলমান রয়েছে।

এসময় সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর