চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় কৃষক বাবুর আলী হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (৪ মার্চ) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রবিউল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার পূর্বপাড়ার আমছার আলীর ছেলে ইখতিয়ার আলী (২৫), রাজিব আলীর স্ত্রী মাহিমা খাতুন (২২) ও উপজেলার পাঁচকমলাপুর গ্রামের মৃত বিল্লাল হোসেনের ছেলে জুয়েল (২৭)।
আদালত সূত্রে জানা যায়, ২০১৮ সালে ১৮ এপ্রিল কৃষক বাবুর আলীকে অপহরণ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরদিন গ্রামের মাঠ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর নিহত বাবুর আলীর স্ত্রী মমতাজ খাতুন বাদী হয়ে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আলোচিত এই মামলার তদন্তের পরে পাঁচজনকে আসামি করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ।
১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বুধবার তিনজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।