পঞ্চগড়ে গমের বাম্পার ফলন

পঞ্চগড়, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পঞ্চগড় | 2023-08-31 03:16:37

দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের বিভিন্ন এলাকায় গমের বাম্পার ফলন হয়েছে। জেলার বিভিন্ন অঞ্চলে কৃষকদের আবাদি জমিগুলোর দিকে তাকালে চোখে পড়ে শুধু সবুজের সমারোহ। বিগত বছরের তুলনায় চলতি মৌসুমে গম চাষে অনুকূল পরিবেশ বিরাজ করায় পঞ্চগড়ে এবার ব্যাপক গমের আবাদ হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে জেলার বিভিন্ন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে। পঞ্চগড়ে এবার অনেক পতিত জমিতে গম চাষ করেছে কৃষক।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, পঞ্চগড়ের ৫ উপজেলার বিভিন্ন এলাকায় চলতি মৌসুমে ১৭ হাজার ৭শ ৫০ হেক্টর জমিতে গমের চাষাবাদ হয়েছে। গম চাষের অনুকূল পরিবেশ ও দাম ভাল পাওয়ায় এ জেলার কৃষকরা দিন দিন গম চাষে আগ্রহী হচ্ছে। তাছাড়া জেলার বিভিন্ন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে।

পঞ্চগড়ে গমের বাম্পার ফলন

এবিষয়ে জেলার তেঁতুলিয়া উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের নাওয়াপাড়া এলাকার কৃষক হবিবর রহমান জানান, বোরো ধান চাষ করে ভাল দাম না পাওয়ায় এ বছর সাড়ে ৩ বিঘা জমিতে গমের চাষ করছি ফলনও ভাল হয়েছে।

একই কথা জানান, সদর উপজেলার মাগুরা এলাকার কৃষক মুক্তার আলী। তিনি বলেন, গত বছরের চেয়ে এবছর জমিতে গম ভালোই হয়েছে আশাকরি এবার দাম পাওয়া যাবে।

এদিকে পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক আবু হানিফ বার্তা২৪.কম-কে জানান, পঞ্চগড়ে গম চাষের অনুকূল পরিবেশ ও সেচ ব্যবস্থা ভাল থাকায় জেলার বিভিন্ন এলাকায় গমের ভালো ফলন হয়েছে। এবিষয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান'।

এ সম্পর্কিত আরও খবর