চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের অধিকাংশের সর্বসম্মতিক্রমে সভাপতি পদে পুনরায় মো. মঈনুদ্দিন মন্ডল ও সাধারণ সম্পাদক পদে মো. আবদুল ওদুদ নির্বাচিত হন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) বেলা ১২টায় শহরের পুরাতন স্টেডিয়ামে এ সম্মেলনের উদ্বোধন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি মো. মঈনুদ্দিন মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।
মোহাম্মদ নাসিম বলেন, দেশে এখন আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলে দলের এমপিদেরও বিচার হচ্ছে। খালেদা জিয়া দুর্নীতি করেছেন বলেই তিনিও সাজাভোগ করছেন। অথচ বিএনপি-জামায়াত জোট বলছে এটি রাজনৈতিক হয়রানি, এটি তাদের মনগড়া কথা। বিচার বিভাগ এখন পূর্ণ স্বাধীনতা ভোগ করছে। গত সংসদ নির্বাচনে জেলা পুলিশের এক ঊধ্বর্তন কর্মকর্তার নির্দেশে এ জেলার ২টি আসনের প্রার্থীকে পরাজিত করানো হয়েছে। প্রায় ৩১টি কেন্দ্রে অস্বাভাবিক ভোট পড়েছে।
তিনি আরও বলেন, দলের মধ্যে বিভেদ তৈরি করবেন না, সুবিধাবাদীদের সুযোগ দেবেন না। দুঃসময়ের কর্মীদের মূল্যায়ন করবেন। প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম ঠান্ডু, কেন্দ্রীয় কমিটির সদস্য বেগম আক্তার জাহান ও সাহাবুদ্দীন ফরাজি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আবদুল ওদুদ, সংসদ সদস্য ডা: সামিল উদ্দিন আহমেদ শিমুল, সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফেরদৌসি ইসলাম জেসী প্রমুখ।
এর আগে, বেলা ১২টায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্যদিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সম্মেলনের উদ্বোধন করা হয় ।