জমি নিয়ে দ্বন্দ্ব, অ্যাসিড নিক্ষেপ করায় ৭ বছরের কারাদণ্ড

কুড়িগ্রাম, দেশের খবর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুড়িগ্রাম | 2023-08-31 18:12:39

কুড়িগ্রামে অ্যাসিড নিক্ষেপ মামলায় আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তাকে আরও ৬ মাসের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে অ্যাসিড অপরাধ দমন ট্রাইব্যুনাল কুড়িগ্রামের জেলা ও দায়রা জজ মুনসী রফিউল আলম এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের কাঁচিচর গ্রামের মঞ্জু মিয়ার সঙ্গে একই গ্রামের আমিনুল ইসলামের জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। ২০০৭ সালের ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে মঞ্জু মিয়ার মা ময়জন বেওয়া (৫০) আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। পথে আমিনুলের বাড়ির সামনে পৌঁছালে তাকে অ্যাসিড নিক্ষেপ করা হয়। ওই সময় অ্যাসিডে ময়জন বেওয়ার শরীরের বিভিন্ন অংশ ঝলসে যায়।

এ ঘটনায় মঞ্জু মিয়া বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন। আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

এ সম্পর্কিত আরও খবর