গাজীপুরে গুঁড়িয়ে দেওয়া হলো ৪ ইটভাটা

গাজীপুর, দেশের খবর

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাজীপুর | 2023-08-24 16:05:20

গাজীপুরে চারটি অবৈধ ইটভাটা এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে সেগুলোকে ৮ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৫ মার্চ) দিনব্যাপী কালিয়াকৈর উপজেলার সাকাশ্বর, শ্রীফলতলী ও নগরীর কোনাবাড়ী এলাকায় পরিবেশ অধিদফতরের সহযোগিতায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মোস্তাফিজুর রহমান অভিযান পরিচালনা করেন।

এ সময় মেসার্স পদ্মা ব্রিকসকে ২ লাখ টাকা, মেসার্স কোনাবাড়ী ব্রিকসকে ২ লাখ টাকা এবং মেসার্স একতা ব্রিকসকে ২ লাখ টাকা ও মেসার্স এম এম ন্যাশনাল ব্রিকসকে ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা জরিমানা করা হয়। একইসঙ্গে ইটভাটাগুলো এস্কেভেটর (ভেকু) দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।

অভিযানে গাজীপুর পরিবেশ অধিদফতরের সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক মমিন ভূঁইয়া ও শেখ মোজাহীদ এবং র‌্যাব, পুলিশ ও গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও খবর