ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন চারজন।
বৃহস্পতিবার (৫ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার রামপুর এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের নাম পাওয়া গেছে। তারা হলেন- সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। আহতরা হলেন- বিজয় (১৯), শাহিন (৩০), জিসান (২৪) ও আবীর (১৯)।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, যাত্রীবাহী বাসটি সুনামগঞ্জ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোবাসটি যাচ্ছিলো সিলেটে মাজারের দিকে। পথিমধ্যে ঢাকা-সিলেট মহাসড়কের রামপুর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী বাসটির সঙ্গে মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের ছয় যাত্রী নিহত হয়। আহত হন চারজন। হতাহতদের সবাই মাইক্রোবাসের যাত্রী। এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও কোনো যাত্রীর তেমন আহত হননি।