হবিগঞ্জের নবীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে মাইক্রোবাসের ৯ যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার (৬ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার গোপলার বাজার কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
এদিকে, সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান। এর আগে শুক্রবার (৬ মার্চ) সকালে সকাল সাড়ে ৭টার দিকে নবীগঞ্জ উপজেলার গোপলার বাজার কান্দিগাঁও এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক জানান- চালকসহ ১৫ জন যাত্রী নিয়ে একটি হাইয়েস মাইক্রোবাস নারায়ণগঞ্জ থেকে সিলেট যাচ্ছিল। ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জের কান্দিগাঁও এলাকায় পৌঁছামাত্রই চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি রাস্তার পাশের গাছের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই এক নারীসহ ৮ জন নিহত হন। এ ঘটনায় আহত হন আরও ৫ জন।
খবর পেয়ে শেরপুর হাইওয়ে ও নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে আরও একজন মারা যান।
তিনি বলেন- ‘এখনও নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের দেশের বাড়ি বরিশাল, তবে নারায়ণগঞ্জ থাকতেন। তাদের স্বজনরা নারায়ণগঞ্জ থেকে রওনা হয়েছেন। তারা আসলেই মূলত পরিচয় জানা যাবে।’
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আজিজুর রহমান বলেন- ‘সকালে রাস্তা ফাঁকা থাকায় চালক দ্রুত গতিতে গাড়ি চালাচ্ছিলেন। এছাড়া যেহেতু ভোরবেলা তারা রওনা দিয়েছিলেন। তাই ধারণা করা হচ্ছে চালকের চোখে ঘুমও থাকতে পারে। যার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।’